মাস্টার্স শেষ পর্ব ও সমাজকর্ম বিভাগের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর নিচে দেওয়া হলোঃ
মাস্টার্স শেষ পর্ব
বিভাগ: সমাজকর্ম
বিষয়: উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান
বিষয় কোড: ৩১২১০৩
সমাজকর্ম বিভাগের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর –
ক-বিভাগঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. সাহিত্য সমীক্ষার প্রথম ধাপ কোনটি?
উত্তর : সাহিত্য সমীক্ষার প্রথম ধাপ বিষয় নির্দিষ্ট করা।
২. সামাজিক গবেষণার প্রথম ধাপ কোনটি?
উত্তর : সামাজিক গবেষণার প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ ও নির্ভরণ।
৩. প্রশ্নপত্র কত প্রকার?
উত্তর : প্রশ্নপত্র ৪ প্রকার।
৪.প্রক্ষেপণ পদ্ধতি কত প্রকার?
উত্তর : প্রক্ষেপণ পদ্ধতি ৬ প্রকার।
৫. অনুমিত সিদ্ধান্ত কত প্রকার?
উত্তর : অনুমিত সিদ্ধান্ত ২ প্রকার।
৬. বৈজ্ঞানিক পদ্ধতির উপাদান কয়টি?
উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতির উপাদান ৬টি।
৭. অনুমান পরীক্ষা কত প্রকার?
উত্তর : অনুমান পরীক্ষা ৩ প্রকার।
৮. সূচক সংখ্যা কিভাবে নির্ণয় করা হয়?
উত্তর : ভিত্তি বছরের উপর নির্ভর করে সূচক সংখ্যা নির্ণয় করা হয়।
৯. উপাত্ত প্রক্রিয়াজাতকরণ কী?
উত্তর : তথ্যকে গবেষণা উপযোগী করে প্রস্তুত করা।
১০. গবেষণা সমস্যা কী?
উত্তর : দক্ষ অনুসন্ধানকারীর অভাব।
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার বাংলা নাটক বই এর সাজেশন
আরও পড়ুনঃ বাংলা ছোটগল্প (মাস্টার্স শেষ পর্বের প্রশ্নোত্তর)
সমাজকর্ম বিভাগের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর –
১১. নভ্রুনায়ন কী?
উত্তর : যে পরিসংখ্যানিক পদ্ধতিতে সমগ্রক থেকে নমুনা নির্বাচন করা।
১২. উপাত্তের বিশ্লেষণ কী?
উত্তর : উপাত্তসমূহের বিচার করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা।
১৩. ফোকাস গ্রুপ কী?
উত্তর : দলগত আলোচনা।
১৪. গ্রন্থপঞ্জি কী?
উত্তর : বইয়ের শেষে বইপত্রের তালিকা।
১৫. কে সর্ব প্রথম টি পরীক্ষা ব্যবহার করেন?
উত্তর : W. S. Gosset সর্ব প্রথম টি পরীক্ষা ব্যবহার করেন।
১৬. সূচক সংখ্যা কী?
উত্তর : সময়ের পরিবর্তনে কোন অর্থনৈতিক পরিবর্তনের হার সংখ্যা দ্বারা পরিমাপ করাই হলো সূচক সংখ্যা।
১৭. পরিমাপ কি?
উত্তর : নির্দিষ্ট রীতিতে বস্ত বা অবস্থাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ।
১৮. সাহিত্য পর্যালোচনা কী?
উত্তর : গবেষণা কর্মের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রন্থ রচনা ও প্রবন্ধের সাথে সম্যক পরিচিত।
১৯. উপাত্ত সংগ্রহের দুটি পদ্ধতির নাম লিখ।
উত্তর : উপাত্ত সংগ্রহের দুটি পদ্ধতির নাম- পর্যবেক্ষণ ও সাক্ষাৎকার।
২০. প্রশ্নমালা কি?
উত্তর : তথ্যসংগ্রহের জন্য প্রশ্নের সামাহার।
২১. ঘটনা কাকে বলে?
উত্তর : ঘটনা হচ্ছে দুটি প্রত্যয়ের সম্পর্ক সম্বন্ধে বিবৃতি।
২২. সূচকসংখ্যা কয় ধরনের?
উত্তর : সূচকসংখ্যা ৪ ধরনের।
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা বিভাগ বাংলা উপন্যাস বই সাজেশন
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলাদেশের সাহিত্য ফ্রি সাজেশন
সমাজকর্ম বিভাগের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর –
খ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
২৩. গ্রন্থপজ্ঞি লেখার কৌশলগুলো কী কী?
২৪. গবেষণার সমস্যা কাকে বলে?
২৫. সাক্ষাৎকার ও প্রশ্নপত্রের মধ্যে পার্থক্যগুলো কী কী?
২৬. সাক্ষাৎকারের বৈশিষ্ট্যবলি কী কী?
২৭. তথ্য বিশ্লেষণ বলতে কী বুঝ?
২৮. নির্ভরযোগ্যতার প্রকারগুলো কী কী?
২৯. দ্বিপদী বিন্যাসের ধর্মগুলো কী কী?
৩০. সমগ্রক ও নমুনায়নের মধ্যে পার্থক্যগুলো কী?
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল ইয়ার বাংলা নাটক বই এর সাজেশন
আরও পড়ুনঃ বাংলা ছোটগল্প (মাস্টার্স শেষ পর্বের প্রশ্নোত্তর)
৩১. সাহিত্য পর্যালোচনা বলতে কি বুঝ?
৩২. গবেষণা প্রস্তাবনা কাকে বলে?
৩৩. অনুমান পরীক্ষা কাকে বলে?
৩৪. সম্ভবনা বিন্যাস বলতে কি বুঝ?
৩৫. তথ্য সংগ্রহের কৌশলসমূহ কী?
৩৬. সূচকসংখ্যার গুরুত্ব বর্ণনা দাও।
৩৭. সামাজিক গবেষণায় পরিমাপের গুরুত্ব লিখ।
৩৮. ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয় কেন?
৩৯. একটি উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্য লিখ।
৪০. কেস স্টাডি পদ্ধতির ধাপগুলো আলোচনা কর।
৪১. দ্বিপদীবিন্যাস ও পরিমিত বিন্যাসের মধ্যে পার্থক্য লিখ।
সমাজকর্ম বিভাগের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর –
গ-বিভাগঃ রচনামূলক প্রশ্ন
১. সাহিত্য সমীক্ষা কী? সাহিত্য সমীক্ষার ধাপ ও কৌশলগুলো আলোচনা কর।
২. গবেষণা প্রতিবেদন লেখার নিয়মগুলো বর্ণনা কর।
৩. প্রক্ষপণ পদ্ধতি কী? প্রক্ষেপণ পদ্ধতিতে তথ্যসংগ্রহের কৌশলগুলো বর্ণনা দাও।
৪. তথ্য উপস্থাপন কী? তথ্য উপস্থাপনের উপায়গুলো আলোচনা কর।
৫. নির্ভরযোগ্যতা কী? নির্ভরযোগ্যতার শ্রেণীবিভাগগুলো আলোচনা কর।
৬. সমাজকর্ম কী? সমাজকর্ম অনুশীলনে সামাজিক গবেষণার গুরুত্ব বর্ণনা কর।
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলাদেশের সাহিত্য ফ্রি সাজেশন
আরও পড়ুনঃ মাস্টার্স শেষ পর্ব বাংলা প্রবন্ধ বই ও সাজেশন (ফ্রি)
৭. সম্ভাবনা বিন্যাসের পরিমাপকগুলো আলোচনা কর।
৮.তথ্যসংগ্রহের কৌশলসমূহ কী? তথ্যসংগ্রহের কৌশল হিসেবে সাক্ষাৎকার ও প্রশ্নপত্রের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
৯. দ্বিপদী বিন্যাস কী? দ্বিপদী বিন্যাসের প্যারামিটার লিখ।
সমাজকর্ম বিভাগের উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান প্রশ্নোত্তর –
১০. পরিমাপ কী? পরিমাপের বিষয়বস্তু আলোচনা কর।
১১. নমুনাজ ও অনমুনাজ ক্রটি কী? সামাজিক গবেষণায় নমুনায়নের গুরুত্ব আলোচনা কর।
১২. সূচক সংখ্যা বলতে কী বুঝ? বিভিন্ন ধরনের সূচক সংখ্যা আলোচনা কর।
১৩. ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ৬০০ জন ছাত্রের মধ্যে দেখা গেল যে ৪০০ জন ছাত্র নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। কিন্তু
একজন গবেষকের মতে ঢাকা বিশ^বিদ্যালয়ের ৫০% ছাত্র নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। গবেষকের ধারণা সঠিক কী না তা
যথার্থ মাত্রায় যাচাই কর।
১৪. সমাজকর্ম গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
১৫. একটি ভালো প্রতিবেদন লেখার প্রয়োজনীয় নির্দেশাবলি আলোচনা কর।
১৬. সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা কর।
১৭. নিঃসম্ভাবনা নমুনায়নসমূহ উদাহরণসহ আলোচনা কর।
মাস্টার্স উচ্চতর সামাজিক গবেষণা ও পরিসংখ্যান – এই বিষয় সর্ম্পকে কোন প্রশ্ন থাকলে কিংবা মার্স্টাস শেষ র্পব ও রাষ্ট্রবিজ্ঞান , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগ সর্ম্পকে যেকোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
Comments ৯